সোমবার, ২৯ মে, ২০১৭, ০৭:৩৩:২৪

ভুলের জন্য ক্ষমা চাইলেন মিশা সওদাগর

ভুলের জন্য ক্ষমা চাইলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক: ব্যানারে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল করায় ক্ষমা চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত ২৭ মে কমিটি যে ব্যানার নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির ৩২ নম্বরে যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ওই সময় বহনকারী ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিলো ‘শেখ মুজিবর রহমান’। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সভাপতি মিশা সওদাগর। সমিতির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। মিশা লিখেছেন, আমি ও আমার পরিষদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে, অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি করেছে। ধন্যবাদ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে