সোমবার, ২৯ মে, ২০১৭, ১০:০৪:০২

মেয়েদের অমনই হতে হয় : মনিষা কৈরালা

মেয়েদের অমনই হতে হয় : মনিষা কৈরালা

বিনোদন ডেস্ক:কামব্যাক ফিল্ম ডিয়ার মায়ার মুক্তির অপেক্ষায় দিন গুণছেন এক সময়ে বলিউডের হৃদয়েশ্বরী নেপালি কন্যা মনিষা কৈরালা। ক্যানসারকে হার মানিয়ে তার এই ফিরে আসাটা ভক্তরা উদযাপন করবেন ডিয়ার মায়া দিয়ে।  

বলিউডে দ্বিতীয়বারের মতো ‘অভিষেকের’ প্রাক্কালে মনিষা তার অতীত জীবন সম্পর্কে নয়া মূল্যায়নের কথা বলেছেন। এখন তিনি মনে করছেন, বিয়ে করাটা তার উচিৎ হয়নি। সম্রাট দাহালের সঙ্গে তার ওই বিয়ে টিকেছিল অল্প কয়েক মাস।

মনিষা বলেন, আমার বিয়ের প্রসঙ্গে যা যা ঘটেছে তার পুরো দায়দায়িত্ব আমি স্বীকার করছি।  

বিয়ে করাটা ভুল ছিল আমার। আমার এমন সিদ্ধান্তের পূর্ণ দায় আমি স্বীকার করছি, সবকিছুই খুব দ্রুত ঘটে যায়। আমার উচিৎ ছিল সময় নেওয়া এবং বিয়ে নিয়ে তাড়াহুড়া না করা। এর বেশি কিছু আমি বলতে পারছি না- দীর্ঘস্বাস ফেলে বলেন একসময়কার বলিউড হার্টথ্রব।  

নিজের অতীত নিয়ে হতাশা ব্যক্ত করলেও আজকালকার নায়িকাদের প্রশংসা করেন তিনি। তারা খুবই সোজাসাপ্টা আর উচ্চাকাঙ্খীও বটে। তারা খুবই সুশৃঙ্খল এবং নিজের সিদ্ধান্ত নিজে নিজে নেওয়ার ব্যাপারে খুবই পারঙ্গম।  

তিনি আরও বলেন, মেয়েদের অমনই হতে হয়- কারণ আমাদের জীবন একটাই। আমাদেরকে এই দেশের নারীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে- যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ।

প্রসঙ্গত, ২০১২ সালে নেপালি পত্রিকায় খবর বেড়িয়েছিল যে স্বামী সম্রাট দাহল রীতিমতো মারপিট করেন মনিষাকে। এসব ঘটনায় মনিষা আত্মহত্যার চেষ্টাও করেন তবে স্বজন বন্ধুরা তা ঠেকিয়ে দেন। মনিষার ঘনিষ্ঠ সূত্রের বরাতে নেপালি মিডিয়া জানিয়েছিল, তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না এবং বিয়ের মাস কয়েক পর থেকেই দুজন আলাদা থাকছেন।

পরবর্তীতে তিনি ভয়াবহভাবে মাদকাসক্ত এবং শেষতক ক্যান্সার আক্রান্ত হয়ে পড়েন। তবে সফল চিকিৎসা শেষে তিনি বর্তমানে কালব্যাধি ক্যান্সারমুক্ত। এমিরেটস২৪৭, টাইটান হেরাল্ড
২৯ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে