মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০১:৫৬:৩৩

অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানি: পরীমনি

অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানি: পরীমনি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ শিরোনামের সিনেমাটি আগামী  ঈদে সারা দেশে মুক্তি পাবে। এ সিনেমাটি দেখার জন্য বন্ধু, শুভাকাঙ্খী এবং অনুসারীদের আহ্বান জানিয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়া অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানি বলেও আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (৩০ মে) পরীমনি তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন।

পাঠকদের জন্য পরীমনির স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

‘অপু বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের রানি। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি’ ভাই। তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরণা। তোমার স্বচ্ছ বিচরণ, আমার এক জোড়ালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পণ।

‘কাল_সকালে’ (চলচ্চিত্রের মাধ্যমে) তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক চলচ্চিত্র উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি শাকিব খান-অপু বিশ্বাস। এবার এই জুটির ‘রাজনীতি’ সিনেমাটি আসছে।  আমি রাজনীতিসহ ঈদে আগত প্রতিটি সিনেমার টিজার দেখেছি। আর দেখার পর একজন দর্শক হিসেবে স্ব-পরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম।

সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্খী, বন্ধু এবং সকল অনুসারীদেরও দলবলে ‘রাজনীতি’ দেখার আহ্বান জানাই। অনেক শুভ কামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দা'র জন্যে। অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্যে। আর প্রাণঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা+রানির জন্যে..........।

জয় হক আমাদের চলচ্চিত্রের

এ প্রসঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন,‘পরীমনি আমার ছোট বোনের মতো। ওর ভালোবাসায় আমার কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই বলার নেই। আমি মুগ্ধ হয়েছি।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে