মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৩:২৯:৪৯

আবারও একই ফ্ল্যাটে থাকছেন রণবীর-দীপিকা!

আবারও একই ফ্ল্যাটে থাকছেন রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক: রণবীর সিংহ ও দীপিকা পাডুকোনের সম্পর্ক ঠিক কোন জায়গায়, কবে বিয়ে করছেন দুই তারকা, সেই নিয়ে জল্পনার শেষ নেই। যদিও দু’জনে এখনও আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেননি, তবুও তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে সেটা এখন প্রায় ওপেন সিক্রেট বলা যায়।

একটি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্যুটিং লোকেশনে কাছাকাছি একটি ফ্ল্যাটে এখন রণবীরের সঙ্গেই থাকছেন দীপিকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে এই ছবির শ্যুটিং চলছে দু’টি লোকেশনে- একটি ভারতের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে ও অন্যটি দহিসরে। যাতে তাড়াতাড়ি লোকেশনে পৌঁছনো যায়, সেই কারণে নাকি এখন রণবীর মুম্বইয়ের উপকণ্ঠে একটি ফ্ল্যাটে শিফট করেছেন।

ওই প্রতিবেদনের দাবি, দীপিকাও নাকি কাজের সুবিধার্থে এখন ওই ফ্ল্যাটেই থাকছেন। তাতে ট্রাভেল টাইম তো কমেছে বটেই, পাশাপাশি তাঁরা নাকি পরস্পরকে তাঁদের চরিত্রের জন্য তৈরি হতে সাহায্যও করছেন। তবে শ্যুটিং শেষ হওয়ার পরেও তাঁরা একসঙ্গে থাকবেন কি না, সেটা অবশ্য বলা যাচ্ছে না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে