মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৪:৪৩:১১

ভূপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস

 ভূপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস

বিনোদন ডেস্ক: কবে বিয়ে করবেন প্রভাস, আর করলেও কার সঙ্গে? লাখ টাকার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। শোনা যাচ্ছে বিয়ে করতে রাজি হয়েছেন বাহুবলি খ্যাত প্রভাস। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের কথাবার্তা নাকি ঠিক করছে প্রভাসের পরিবার।

কিন্তু, পাত্রীটি কে? বাহুবলি টু ছবির পরে শোনা যাচ্ছিল ছবির নায়িকা আনুশকা শেট্টির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন প্রভাস। সোশাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা কম হয়নি। অনেকে বলাবলি শুরু করেন, আনুশকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন প্রভাস। কিন্তু, না। আনুশকা নন, প্রভাসের বিয়ের কথা চলছে সিমেন্ট ব্যবসায়ী ভূপতি রাজার নাতনির সঙ্গে। ওই ব্যবসায়ী নিজে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে সাড়া দিয়েছে প্রভাসের পরিবার। শুরু হয়েছে কথাবার্তা।

বাহুবলি সিরিজের প্রথম ছবিটির পর প্রভাসের কাছে নাকি প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল। ক্যারিয়ারের দিকে তাকিয়ে তখনই কারোর সঙ্গে মালাবদল করতে চাননি তিনি। কিন্তু, এবারে হয়তো বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে এই তারকাকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে