মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৫:১২:৫৪

মাওবাদীদের হুমকির মুখে অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল

মাওবাদীদের হুমকির মুখে অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল

বিনোদন ডেস্ক : মাওবাদী হামলায় শহিদ সিআরপিএফ সেনাদের পরিবারকে সাহায্য করায় মাওবাদীদের রোষের মুখে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। গত মার্চে ভারতের ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় শহিদ সেনাদের পরিবারের প্রতি এরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে ক্ষোভ উগরে দিয়েছে মাওবাদীরা।

ছত্তিশগড়ের বস্তার এলাকায় প্যামফ্লেট পাওয়া গিয়েছে। তাতে মাওবাদীদের এই রাগের কথা উল্লেখ রয়েছে। একইসঙ্গে তারকাদের প্রতি মাও বার্তাও রয়েছে প্যামফ্লেটে। শোষিত উপজাতিদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই দাবিতে প্রতিবাদে সোচ্চার হওয়ার ডাক দিয়েছে মাওবাদীরা।

উপজাতি এলাকায় দরিদ্র জনজাতির উপরে যেভাবে সেনার শোষণ ও অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টে সেনা শহিদ হওয়ায় কেন তারকারা শোকপ্রকাশ করছেন তা নিয়ে ক্ষোভ জানিয়েছে মাওবাদীরা।

মাওবাদীদের কথায় তারা আসলে সমাজ সংষ্কারক। এবং সেনা, আধাসেনাদের কাজে লাগানো হয়েছে কর্পোরেট হাউস ও রাজনৈতিক নেতাদের সুরক্ষা দিতে। সেনারা দেশের জন্য প্রাণ দেয় না। তাই মাওবাদীরা গেরিলা আক্রমণ করে স্থানীয় গ্রামবাসীদের উপরে শোষণ চালানো আধাসেনাকে মারলে তাতে দোষের কিছু নেই।

প্রসঙ্গত, ভারত সরকারের সমর্থনে সেনার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার সহ অনেকেই। অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করে নিহত সেনাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কাজে ব্রতী হয়েছেন তারা। অক্ষয়ের পাশাপাশি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। আর তাতেই মাওবাদীদের নিশানায় পড়েছেন তারা।
৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে