মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১০:০৯:৩৩

বার্লিনে হঠাৎ দেখা হলো মোদি-প্রিয়াংকার, কথা হলো!

বার্লিনে হঠাৎ দেখা হলো মোদি-প্রিয়াংকার, কথা হলো!

বিনোদন ডেস্ক : দেখা হওয়ার কোনও কথা ছিল না। সৌজন্য সাক্ষাত্‍কারেরও কোনও আভাস ছিল না। আগে থেকে ছিল না কোনও সুচিন্তিত পরিকল্পনা। তবুও দেশের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হঠাত্‍ দেখা হয়ে গেল বিদেশের মাটিতে।

দু'জন দুই জগতের মানুষ। এক জন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় তারকা। অন্য জন, রাজনীতির জগতে জনপ্রিয় তারকা। ভারতের প্রধানমন্ত্রীও বটে! কিন্তু, বার্লিনের মাটিতে প্রিয়াংকা চোপড়া এবং নরেন্দ্র মোদির দেখা হয়ে গেল আচমকাই।

মোদির সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুললেন না নায়িকা। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন 'বেওয়াচ'-খ্যাত প্রিয়াংকা।

সোমবার চতুর্দেশীয় সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ছ'দিনের এই বিদেশ সফরে এ দিন তিনি পৌঁছেছেন জার্মানিতে। বার্লিন সফর সেরে স্পেন, রাশিয়া হয়ে শেষে যাবেন ফ্রান্সে। তারই ফাকে দু'জনের দেখা হলো, কথা হলো!

৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে