মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১০:২০:৫৩

অপি করিমের যে পরিচয়ের কথা জানেন না অনেকেই!

অপি করিমের যে পরিচয়ের কথা জানেন না অনেকেই!

বিনোদন ডেস্ক: বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম। নৃত্য, অভিনয়, উপস্থাপনা, সংগীত, মডেলিং তো আছেই, সেই সাথে ব্যক্তি জীবনে তিনি একজন স্থপতি ও শিক্ষক। তবে অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। অপি করিম একসময় ফুটবল খেলতেন।

যদিও এই ফুটবল খেলা পরিবার-পরিজনের সঙ্গেই সীমাবদ্ধ ছিল। তবে এখনো ফুটবল খেলার স্মৃতি মনে পড়লে অপি রোমাঞ্চিত হয়ে পড়েন।

সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন অপি করিম। এতদিন তিনি একজন উপস্থাপক হিসেবে তারকাদের আমিত্ব বের করবার চেষ্টা করেছেন কিংবা গ্লোয়িং চেয়ারে বসিয়ে তারকাদের অজানা তথ্য জেনেছেন। তবে এবার অপি করিম তার না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে