বিনোদন ডেস্ক: বলিউডে হঠাৎ-ই জোরালো গুজব ঐশ্বরিয়া-অভিষেকের নাকি বিয়ে ভেঙে যাচ্ছে। শনিবার রাত থেকে এমন খবর নাকি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল।
রবিবার, আবার শোনা গেল রামচরণের সঙ্গে ঐশ্বরিয়ার রোম্যান্সই নাকি ডিভোর্সের কারণ। কি অবাক হলেন? আমিও ঠিক এমনটাই অবাক হয়েছিলাম। পরে জানা গেল এর মধ্যে একটা ট্যুইস্ট আছে।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে,ফের মণিরত্নমের ছবিতে কাজ করবেন ঐশ্বরিয়া। যেখানে সম্ভবত তেলগু স্টার রামচরণের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে নায়িকাকে। বলিউড সূত্রে জানা গেছে, মণিরত্নম তাঁর পরের ছবির জন্য মাস কয়েক আগেই রাম চরণের সঙ্গে কথা বলেছিলেন। এ বার সেই প্রোজেক্ট নিয়েই ঐশ্বরিয়ার সঙ্গেও নাকি আলোচনা করেছেন পরিচালক।
যদিও এখনও ঐশ্বরিয়া এই ফিল্মের জন্য এখনও সই করেননি। তবে চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছে বলে খবর। এই ছবিতে নাকি রাম চরণকে একেবারে নতুন লুকে দেখবেন দর্শক।
আর, রামচরণের সঙ্গে এই অনস্ক্রিন রোম্যান্সের খবরই কেউ বা কারা সত্য বলে রটিয়ে দেয়। সঙ্গে নাকি অভি-অ্যাশের ডিভোর্সের খবরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঐশ্বরিয়া ফিল্ম ’সরবজিৎ’-এর প্রিমিয়ারে গিয়ে সাংবাদিকদের ফটোশ্যুটের সময় হঠাৎই ’ঐশ্বরিয়ার ফটো নিন’ বলে অভিষেক বেরিয়ে গেলে জল্পনা আরও জোড়াল হয়। তবে এই গুজবে অভিষেক যে রীতিমত ক্ষুব্ধ তা তিনি তাঁর ট্যুইটে বুঝিয়ে দিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস