বিনোদন ডেস্ক : অবশেষে ইউটিউব থেকে সরানো হলো নুসরাত ফারিয়ার আইটেম সং ‘আল্লাহ মেহেরবান’। বহুল সমালোচিত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে জাজ মাল্টিমিডিয়াকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে লিগাল নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী।
জাজ মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত গানটির আগের লিংকে গিয়ে দেখা যায়, আল্লাহ মেহেরবান’ গানটি সরিয়ে ফেলা হয়েছে। তবে অভিনেতা জিৎ তার মালিকানাধীন কোম্পানি ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’ থেকে প্রকাশিত ‘আল্লাহ মেহেরবান’ গানটি সরায়নি। ওই লিংকে গিয়ে দেখা যায় প্রায় ১০ লাখ ৯০ বার গানটি দেখা হয়েছে।
রোজার ঠিক আগেই মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বস-টু’র ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে গানটি প্রকাশিত হয়। সুফিয়ানা ধাঁচের এই গানে দেখা যায় কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়াকে। সঙ্গে অশ্লীল পোশাক পরে নেচে তীব্র সমালোচনায় মুখে পড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস