বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ১২:৫৭:৫১

ইত্যাদির ঈদ পর্বে পাঁচ ঐতিহাসিক চরিত্রে তারা পাঁচজন

ইত্যাদির ঈদ পর্বে পাঁচ ঐতিহাসিক চরিত্রে তারা পাঁচজন

বিনোদন ডেস্ক : বরাবরই বিষয় বৈচিত্র্যে ঠাসা থাকে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তাই বলা হয় অনেক অনুষ্ঠানের স্বাদ ইত্যাদির একটি অনুষ্ঠান দেখলেই পাওয়া যায়। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা, এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রতিবারের মতো এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতিপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানান সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ।

চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী ও অপূর্ব। এ পর্বটি যেমন মজার তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে অনেক সমাজচিত্র ও সামাজিক অসঙ্গতি।

ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এই পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। এই পাঁচজন তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন। গত ২৩শে মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়।

বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে