বিনোদন ডেস্ক: জামাইষষ্ঠীর দিনটিতে মায়ের হাতের রান্না খেতে পান কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিয়ে হয়েছে ২০ বছর আগে। মায়ের বাড়ি যান মাঝে মাঝে। কিন্তু, মায়ের হাতের রান্না পান না। তবে এ বছর মায়ের বাড়ি ষষ্ঠীতে যাননি। ফলে হাতের রান্নাটাও মিস করলেন, জানালেন অপরাজিতা।
মায়ের বাড়ি না যাওয়ায় আজকের দিনটি কাটছে আর পাঁচটা দিনের মতো। সকালে শুটিং সেটে ছিলেন অপরাজিতা। বিশেষ দিনটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। জানালেন, 'মাত্র ১৯ বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপর থেকে প্রতিবার জামাইষষ্ঠীতে মায়ের বাড়ি যাই। সবাই মিলে বেশ ভালো কাটে। কিন্তু, এবার নিজেই মাকে ষষ্ঠী করতে বারণ করেছি। মা বেশ অসুস্থ। '
অপরাজিতা আরও জানিয়ছেন, জামাইষষ্ঠী না হলেও তাঁর মা ও দিদি বাড়িতে উপহার, তত্ত্ব পাঠিয়ে দিয়েছেন। তাঁর কথায়, আমিও মায়ের জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে যাই। তবে সবথেকে বড় উপহার হলো ভালোবাসা। আর আজেকর দিনটাতেই তো শুধুমাত্র মায়ের হাতে খেতে পাই। কিন্তু, এবার হলো না। সেটাই সবথেকে বেশি মিস করলাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস