সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:১০:১৬

শুভ জন্মদিন রিয়াজ

শুভ জন্মদিন রিয়াজ

বিনোদন ডেস্ক : আজ ২৬ অক্টোবর সোমবার। আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী রিয়াজ। আজ তার জন্মদিন। ১৯৭২ সালের এ দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। এই তারকা অভিনেতার জন্মদিনে এমটিনিউজটুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। এ দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে খানিকটা সুস্থ হয়ে এ অভিনেতা শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাসায় ফিরেছেন। তাই বিশেষ কোন আয়োজন করা হচ্ছে না এ জন্মদিনে। ১৯ অক্টোবর মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং লোকেশনে হার্ট অ্যাটাক হয় রিয়াজের। সেখান থেকে তাকে প্রথম উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে এবং পরবর্তীতে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে জরুরি অস্ত্রোপচার করে একটি ব্লকে রিং পরানো হয়। ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানচালক হিসেবে যোগদান করেন। বৈমানিক হিসাবে তিনি একটি জেট ফাইটারে মোট ৩০০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেন। তুরস্ক গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন। রিয়াজ ১৯৯৫ সালে ‌‘বাংলার নায়ক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন। ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে তিনি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮)। এছাড়াও আরো অনেক হিট সিনেমার নায়ক তিনি। শাবনূর ও পূর্ণিমার বিপরীতে সবচেয়ে বেশি দেখা গেছে তাকে। রিয়াজের সর্বশেষ সিনেমা‌ ‘লোভে পাপ পাপে মৃত্যু’ মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। মাঝে দীর্ঘ বিরতিতে ছিলেন এ অভিনেতা। এ সময়ে তাকে দেখা গেছে জনপ্রিয় কিছু টেলিভিশন নাটকে। বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে ‘সুইট হার্ট’। শুটিং চলছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’র। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে