শুক্রবার, ০২ জুন, ২০১৭, ০১:৩৪:৩২

শরৎচন্দ্রের রাজলক্ষ্মী ময়মনসিংহের মেয়ে জ্যোতি!

শরৎচন্দ্রের রাজলক্ষ্মী ময়মনসিংহের মেয়ে জ্যোতি!

বিনোদন ডেস্ক : এবার বড় পর্দায় আসছে শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত, সঙ্গে রাজলক্ষ্মীও। এটি নির্মিত হচ্ছে কলকাতায়। ছবির নাম ‌‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বহুল আলোচিত এ চরিত্র দুটিতে অভিনয় করছেন দুই বাংলার দুই তারকা। শ্রীকান্ত হিসেবে কলকাতার ঋত্বিক চক্রবর্তী ও রাজলক্ষ্মী হচ্ছেন ময়মনসিংহের মেয়ে তথা ঢাকার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

ছবিটি তৈরি করছেন ভারতীয় নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। সিনেমাটি নিয়ে ফেসবুকে জ্যোতি জানান, ‘আমার নতুন সিনেমা 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'। আমি রাজ্লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছি।’

১৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে জানান এই অভিনেত্রী। শুটিং সম্পর্কে  তিনি বলেন, ‘কলকাতা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এর দৃশ্যধারণ হবে। প্রথমে কাজ হবে কলকাতায়। ছবিতে বর্তমান সময় তুলে ধরা হবে।’

পরিচালক ছবির গল্প নিয়ে জানিয়েছেন, অনুপ্রবেশ, উদ্বাস্তু সমস্যা, নারী পাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ সবই থাকবে ছবিতে। এখানে রাজলক্ষ্মী ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের কন্যা।
২ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে