শুক্রবার, ০২ জুন, ২০১৭, ১০:৫৫:৩৭

এক যুগ পর নতুন ঠিকানায় মোশাররফ করিম

এক যুগ পর নতুন ঠিকানায় মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: মোশাররফ করিম এক যুগ পর ঠিকানা পাল্টালেন। এবার তিনি নিজের ফ্ল্যাটে উঠেছেন, উত্তরায়। সপ্তাহ দুয়েক যাবৎ​ চলেছে এই প্রস্তুতি। এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় সব কিছু নিয়ে যাওয়া।

জানা গেল, গত বুধবার প্রথম নিজেদের ফ্ল্যাট থেকে গিয়ে শুটিং করেছেন অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। নতুন ঠিকানায় কেমন লাগছে? নস্টালজিক হয়ে পড়েন মোশাররফ করিম।

জানালেন, তার ঢাকার জীবনের দীর্ঘ সময় কেটেছে রামপুরা এলাকায়। এক যুগেরও বেশি সময় তিনি এই এলাকায়ই ছিলেন। এখানেই তার বিয়ে, সংসারজীবন শুরু, ছেলে রায়ান করিমের জন্ম, টিভি ও চলচ্চিত্রে ব্যস্ত হওয়া—সবই। এই রামপুরাকে ঘিরে তার সবকিছুই এখন শুধু স্মৃতি।

তার স্ত্রী রোবেনা রেজা জুঁই জানালেন, দু’জনই ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত। তাই নতুন ফ্ল্যাট গোছানোর কাজ শেষ হয়নি। প্রতিদিনই শুটিং থেকে ফিরে অল্প অল্প করে গোছাচ্ছেন। মোশাররফ করিম জানালেন, নতুন ফ্ল্যাটে আছেন স্ত্রী, সন্তান আর পরিবারের অন্য সদস্যরা।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে