শুক্রবার, ০২ জুন, ২০১৭, ১২:২৮:১৭

ক্যামেরার সামনেই নিজের প্যান্ট ছিঁড়ে খেলেন সালমান খান, কিন্তু আসল কারণটা কী?

ক্যামেরার সামনেই নিজের প্যান্ট ছিঁড়ে খেলেন সালমান খান, কিন্তু আসল কারণটা কী?

বিনোদন ডেস্ক: সালমান খানের কাণ্ড কারখানা বড়ই অদ্ভুতুড়ে ও বেখেয়ালি। হোক তা অভিনয়ে কিংবা জনসম্মুখে। নিজের স্টাইল ও আচরণে সব ক্ষেত্রেই আলাদা ছাপ ফেলে যান তিনি।

তবে বলিউডের এই ভাইজান নিজের ছন্দে চলাতেই বিশ্বাসী। এবার সর্বসমক্ষে আরও এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন নায়ক। আর সালমানের সেই অদ্ভুত কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ঠিক কী করেছেন তিনি?
 
জানা গেছে, নিজের নতুন সিনেমা ‘টিউবলাইট’ এর প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। সব ঠিকঠাকই চলছিল। ছবি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উড়ে আসছিল নায়কের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব প্রশ্নের জবাবও দিচ্ছিলেন তিনি।

এরই মাঝে হঠাৎ নিজের জিনসের প্যান্ট থেকে একটু সুতো ছিঁড়ে নিলেন সল্লুভাই। এই পর্যন্ত তাও ঠিক ছিল। এরপর সবাইকে অবাক করে আঙুল দিয়ে সুতোটি গোল্লা পাকিয়ে সটান চালান করে দিলেন মুখে। 

নিজের প্যান্ট ছিঁড়ে খেলেন সালমান খান, পুরো ঘটনাই ঘটল ক্যামেরার সামনে। পরক্ষণেই এই হার্টথ্রবের এমন অদ্ভুত কার্যকলাপের ভিডিও আপলোড হয়ে গেল ইন্টারনেটে।

তারপর থেকেই রীতিমতো ট্রোলড এই ভিডিও। টুইটারে কেউ বলছেন, ‘সালমান হয়তো একঘেয়েমি বোধ করছিলেন, তাই এমনটা করেছেন।’ আবার কারও মত, তার হয়তো খিদে পেয়েছিল।

কেউ রসিকতা করে মন্তব্য করছেন, ‘এটা বোধহয় বিয়িং হিউম্যানের ভোজ্য জিনস।’ কিন্তু এর আসল কারণটা কী?  ঠিক কী কারণে সল্লুভাই এমনটা ঘটালেন তার আসল কারণটা কিন্তু অজানাই।-আনন্দবাজার।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে