চমকের পর চমক নিয়ে আসছে ববি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমাতে ববির পদচারণা খুব একটা দীর্ঘ নয়। তবে এ পর্যন্ত এই নায়িকার অভিনীত যে ক’টি ছবি মুক্তি পেয়েছে তা দিয়ে তিনি বেশ আলোচিত হয়েছেন। যার ফলে এই নায়িকাকে পিছন ফিরে তাকাতে হচ্ছে না।
এদিকে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন তার প্রযোজনার প্রথম ছবির। ছবির নাম ‘প্রেমলীলা’। তবে নতুন খবর হলো এবার নতুন বছরে চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন ববি। 
আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ওয়ান ওয়ে’। এ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। আর এখানে ববির নায়ক বাপ্পি ও আনিসুর রহমান মিলন। চলতি বছরের মাঝামাঝি সময়ে এর শুটিং শেষ হয়েছে। এরপর এডিটিংসহ পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে। 
এ ছবির প্রধান নায়িকা চরিত্রেই দেখা যাবে ববিকে। ছবিতে বেশ খোলামেলা রূপে দর্শকদের সামনে আসবেন তিনি। পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে। এটি ববির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ছবির পরিচালকও। 
ছবির গল্পে দেখা যাবে বাপ্পি ছোটবেলা থেকে উগ্র স্বভাবে থাকেন। মিলনসহ তারা তিন ভাই গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করেন। একসময় মিলন ড্যানিকে মেরে নিজে ডন হন। পরে মিলনকে মেরে ফেলেন ববি। একসময় বাপ্পি ববির প্রেমে পড়ে যায়। কিন্তু পরে সে জানতে পারে ববি ড্যানি সিডাকের মেয়ে ও বড় ভাইয়ের খুনি। 
এমন কাহিনী নিয়েই ছবিটির গল্প এগিয়ে যায়। এ ছবি প্রসঙ্গে ববি বলেন, এটি একটি প্রেম-অ্যাকশনভিত্তিক ছবি। ছবিটির গল্প অনেক চমৎকার। পুরো ছবিতেই দর্শক উত্তেজনা অনুভব করবেন। বোরিং হওয়ার কোন চান্স নেই। ছবিতে আমি বাপ্পি ও মিলন ভাইয়ের সঙ্গে কাজ করেছি। অনেক ভালো লেগেছে। দুজনই অনেক কো-অপারেটিভ। ছবিটি নতুন বছরেই মুক্তি পাবে। সব মিলিয়ে ছবিটি সবার অনেক ভালো লাগবে বলেই বিশ্বাস।  
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �