শুক্রবার, ০২ জুন, ২০১৭, ০৩:৫২:৫৫

স্কুলের গণ্ডি না পেরোতেই দুই ছবির নায়িকা এই মেয়েটি!

স্কুলের গণ্ডি না পেরোতেই দুই ছবির নায়িকা এই মেয়েটি!

বিনোদন ডেস্ক: ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলে নবম শ্রেণিতে পড়েন। স্কুলের গণ্ডি না পেরোতেই দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি।   'তুমি না ওই রাস্তা দিয়ে আসো, আসি না আমি ওখানেই থাকি...'  রিন ওয়াশিং পাউডারের এই বিজ্ঞাপনের মাধ্যমে ছোট্ট পূজা বেশ পরিচিতি পান। কেননা বিজ্ঞাপনটি এতোবেশি প্রচার হতো যে না দেখে থাকার উপায় নেই। 'আসি না আমি ওখানেই থাকি'র সংলাপ আওড়ানো মেয়েটিই পূজা চেরি।

গত ৬ এপ্রিল পোড়ামন-২ ছবির নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয় পূজার। তার বিপরীতে অভিনয় করবেন রোশান। পোড়ামন ২ এর কাজ শুরু না হতেই এলো নতুন খবর। এবার কলকাতার আদিত্যর বিপরীতে  ‘নূরজাহান’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

কলকাতার রাজ চক্রবর্তী প্রডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনায় থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক ‘নূরজাহান’। পরিচালনা করবেন রাজের সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়।
২ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে