শুক্রবার, ০২ জুন, ২০১৭, ০৬:৪৬:২৩

তৈমুরকে নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন কারিনা

তৈমুরকে নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন কারিনা

বিনোদন ডেস্ক : অবশেষে মা কারিনা কাপূরের কোলে দেখা মিলল তৈমুরের। গত ডিসেম্বরে জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে সাইফ আলি খান ও কারিনা কাপূরের ছেলে। বহু বার পাপারাত্জিরা মা-ছেলেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছেন। এবং ব্যর্থ হয়েছেন।

প্রতিবারই ন্যানির সঙ্গে দেখা গিয়েছে তাকে। অবশেষে সাফল্য পেলেন তারা। এই প্রথম মায়ের কোলে দেখা মিলল তৈমুরের। সম্প্রতি তুষার কপূরের ছেলে লক্ষ্য-এর জন্মদিনের পার্টিতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কারিনা। গাড়ি থেকে নামার সময় মা-ছেলেকে ফ্রেমবন্দি করেন সাংবাদিকরা।

এর আগে এক সাক্ষাত্কারে কারিনা বলেছিলেন, ''আমার ছেলে খুবই গর্জিয়াস। খুব তাড়াতাড়ি আপনারা ওকে দেখতে পাবেন।" সেই প্রমাণ এ দিন হাতে নাতে পাওয়া গেল।

আনুষ্ঠানিক ভাবে খান দম্পতি ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগেই তা প্রকাশ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার ছেলেকে নিয়ে হাসিমুখেই ছবি তুললেন কারিনা।
২ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে