বিনোদন ডেস্ক : টালিগঞ্জের সিনেমায় দুই যুগ ধরে রাজ করা নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই নায়ককে বিয়ে করে সংসার করছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ১৫ বছর হয়ে গেল তাদের সংসার। অভিনয়ের পাশাপাশি এখন তিনি শুরু করেছেন ব্যবসা।
সম্প্রতি আনন্দ প্লাসের সঙ্গে আড্ডায় অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। পাঠকদের জন্য তার চুম্বক অংশ তুলে ধরা হল-
অর্পিতাকে প্রশ্ন করা হয়, আপনাদের বিয়ের ১৫ বছর হয়ে গেল। এত বছরের দাম্পত্য জীবন কী ভাবে দেখছেন?
উত্তরে তিনি জানান, ‘আপনি বলছেন বলে আমার মনে পড়ল। নয়তো খেয়ালই করিনি। আসলে, পাশাপাশি দুটো মানুষ থাকলেই ঘষা লাগে। সেই ঘষা থেকেই সংঘর্ষ। যদি মানুষ দুটো আলাদা থাকে তা হলে সংঘর্ষের সম্ভাবনা কমে যায়। জার্নিটা মসৃণ হয়। চার বছর হয়ে গেল আমি অধিকাংশ সময়ই দিল্লিতে থাকি। মিশুক (অর্পিতার ছেলে) বাড়ি এলে এখানে এসে থাকি।’
এমন উত্তরে অর্পিতাকে পাল্টা প্রশ্ন করা হয়, জার্নি মসৃণ হবে বলে আলাদা থাকা শুরু করলেন?
জোর হাসি হেসে অর্পিতা জানান, ‘না না! আমরা দু’জনেই একে অপরকে স্পেস দেওয়ায় বিশ্বাস করি। টু মাচ ওভারল্যাপিং, টু মাচ ইন্টারফেয়ারিংয়ে কোনও সম্পর্ক ভাল থাকে না। এটা অন্যের পক্ষে বোঝা হয়তো সম্ভব নয়। আমার অনেক বন্ধু, আত্মীয় এটা নিয়ে প্রশ্ন করে। আমি বলতে বলতে ক্লান্ত, একসঙ্গে থাকাটা দাম্পত্য জীবনের সব নয়। সারা জীবন পাশাপাশি থেকেও স্বামী-স্ত্রীর খারাপ সম্পর্ক আমি দেখেছি। দূরত্বটাও জরুরি। তাতে পারস্পরিক প্রয়োজনটা বোঝা যায়। আমার আর বুম্বাদার জীবনে যাই থাকুক না কেন, আমি যদি কোনও সমস্যায় পড়ি ও-ই সবচেয়ে আগে এগিয়ে আসবে। আমার দিক থেকেও তাই।’
২ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস