বিনোদন ডেস্ক : ‘অধিকাংশ রোজাই করার চেষ্টাই করি। ৭ বছর বয়সে প্রথম রোজা রাখি। কিন্তু সেটা পূর্ণ হয় নি। ৮ বছর বয়সে প্রথমবারের মতো রোজা রাখতে পেরেছি। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তারপর থেকেই আমি রোজা নিয়মিত রোজা রাখি। গতবছরও কিছু রোজা মিস গেছে। অধিকাংশই করেছি। তবে এবার দুঃখজনক হলেও সত্য আর একটা রোজাও করতে পারবো না।’
উপরের কথাগুলো বলছিলেন জনপ্রিয় শোবিজ তারকা নায়লা নাঈম। নায়লা নাঈমের হাত ভেঙে গেছে। ফ্র্যাকচার ধরা পড়ায় হাতের দু আঙুলে প্লাস্টার করা হয়েছে। ব্যাথা বাড়াই পেইন কিলার খেতে হচ্ছে তাকে।
নায়লা নাঈম জানান, তৃতীয় রোজার দিনেই একসিডেন্ট করে হাত ভেঙে ফেলি। যার কারণে ওইদিনের পর থেকে আর রোজা রাখতে পারি নি। সামনেও পারবো কি না জানি না। কেননা হাই ডোজেস এন্টিবায়োটিক চলছে, একইসাথে পেইন কিলার।
তিনি বলেন, তবে এ বছর রমজানে রোজা রাখতে পারছি না বলে কষ্ট হচ্ছে। রোজা রাখতে না পারলে রমজানটা কেমন যেন ফিকে লাগে। আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।
২ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস