রবিবার, ০৪ জুন, ২০১৭, ১১:২২:৩৩

সন্তান দত্তক নিতে চান দিয়া মির্জা

সন্তান দত্তক নিতে চান দিয়া মির্জা

বিনোদন ডেস্ক : ইদানিং করণ জোহর বা তুষার কাপূরের মতো তারকাদের হাত ধরে সরোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের চল বাড়ছে বলিউডে। সেই আবহেই সন্তান দত্তক নেওয়ার পক্ষে সওয়াল করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

সম্প্রতি এক সাক্ষাত্কারে দিয়া বলেন, ''দত্তকের বিষয়টা নিয়ে আমি ভেবেছি। আলোচনাও করেছি। আসলে জনন প্রক্রিয়াটা তো স্বাভাবিক। কিন্তু যে হারে জনসংখ্যা বাড়ছে সেটা মাথায় রেখে আমাদের ভাবতে হবে আদৌ স্বাভাবিক জনন প্রক্রিয়ায় আমরা যাব কিনা। এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারিনি আমরা। তবে সন্তান দত্তক নিতে পারলে ভাল লাগবে।''

আপাতত সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছেন দিয়া। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংও করছেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর পেশায় ব্যবসায়ী সাহিলকে বিয়ে করেন নায়িকা। সন্তান দত্তকের কথা প্রকাশ্যে বলে হয়তো নিজেদের ভবিষ্যত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে রাখলেন। অন্তত এমনটাই মত বি-টাউনের একটা বড় অংশের।

৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে