কামরুজ্জামান মিলু : কলকাতায় গতকাল টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৬তম আসর বসেছিল। এবারের আসরে বাংলাদেশ থেকে ছয় তারকা এই পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও। শুধু পুরস্কার গ্রহণই না, এই আসরে তার অভিনীত ছবির গানে পারফর্মও করেন তিনি। এজন্য গত ৩১শে মে এই অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ার জন্য কলকাতায় গিয়েছেন তিনি।
সেখান থেকে মুঠোফোনে ফারিয়া বলেন, এবারই প্রথম টেলিসিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানে পুরস্কার জেতার চেয়ে বড় বিষয় এখানে আমার অভিনীত ছবির গানের পাশাপাশি ফোক গানেও নাচ পরিবেশনা করেছি। মহড়ার জন্য কদিন আগেই এসেছিলাম কলকাতায়। আজ ঢাকায় ফিরতে হবে। কারণ আসছে ঈদে ‘বস টু’ ছবির মুক্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে অংশ নেব।
বাবা যাদব পরিচালিত ‘বস টু’ ছবিতে নুসরাত ফারিয়া আয়েশা নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তাকে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে। ফারিয়ার ভাষায়, এ ছবিতে বেশকিছু দৃশ্য রয়েছে যা আমি নিজে স্ট্যান্ট করেই শট দিয়েছি। কারো হেল্প নিতে হয়নি। চ্যালেঞ্জিং একটি চরিত্রে আমাকে দেখা যাবে। এছাড়া নিয়মিত হিরোইনের চরিত্র থেকে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি। এ ছবির আইটেম গান ‘আল্লাহ মেহেরবান’ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে ফারিয়াকে।
এ বিষয়ে তিনি বলেন, পরিচালক ও প্রোডাকশনের ইচ্ছেতেই গানটিতে আমি পারফর্ম করেছি। তারা যেভাবে বলেছেন সেভাবে কাজটি করেছি। এছাড়া বাস্তব কিছু বিষয় রয়েছে। তা এখন বলতে চাই না। ৬ই জুন ফেসবুক লাইভে এসে ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে মুখ খুলবো। তখন অনেকে বিষয়টি নিয়ে পরিষ্কার হবেন। কারণ সবার সত্যিটা জানা দরকার। ‘বস টু’ ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতার বিভিন্ন জায়গায়।
তবে ফারিয়ার কোথায় বেশি কাজ করতে ভালো লেগেছে জানতে চাইলে তিনি বলেন, সত্যি বলতে এফডিসিতে কাজ করতে আমার বেশ ভালো লাগে। এ ছবির জন্য এফডিসিতে কাজ করেছি। এফডিসিতে কাজের কম সুযোগ পাই আমি। আইনের ছাত্রী ফারিয়া। কদিন আগে প্রথম বর্ষের পরীক্ষা শেষ করেছেন। স্কুল অফ ল’ বিভাগে প্রথম বর্ষে পড়ছেন তিনি। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার ইচ্ছে রয়েছে বলে জানালেন তিনি। আসছে রোজার ঈদে দর্শকের জন্য ‘বস টু’ নিয়ে হাজির হবেন তিনি।
সর্বশেষ পহেলা বৈশাখে নুসরাত ফারিয়ার ‘ধ্যাততেরিকি’ ছবিটি মুক্তি পায়। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে ফারিয়া আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। জিতের সঙ্গে ‘বস টু’ ছবির আগে ‘বাদশা’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। ছবিটি গত ঈদে মুক্তি পেয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, এবারও ঈদে ছবি মুক্তি পাচ্ছে আবার। এটা ভেবে খুবই ভালো লাগছে। আমি বেশ উচ্ছ্বসিত এবং আশাবাদী। আমার বিশ্বাস ঈদে ছবিটি বেশ ভালো চলবে। নতুন ছবির খবর কি?
ফারিয়া বলেন, সামনে অনেক চিন্তা ভাবনা করে কাজ করব। ছবি নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে আমি আরো বেশি সতর্ক। এমনকি বছরে একটি ভালো কাজ হলেও আমার জন্য যথেষ্ট। ঢাকার লোকাল প্রোডাকশনেও আমার কাজের ইচ্ছে রয়েছে। এমজমিন
৫ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি