সোমবার, ০৫ জুন, ২০১৭, ০৯:৪২:৫৪

কথা রাখলেন না জিৎ

কথা রাখলেন না জিৎ

বিনোদন ডেস্ক: কথা থাকলেও ৫ জুন ঢাকায় আসছেন না টালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। ছবি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

জাজ সূত্রে জানা যায়, অনিবার্য কারণবশত আপাতত তিনি ৫ জুন ঢাকায় আসতে পারছেন না। তবে পরে যে কোনো একদিন ছবি প্রচারণার জন্য আসবেন।

যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনা করেছেন বাবা যাদব।

এর আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছিলেন, ৫ জুন বিকালে ঢাকায় আসবেন জিৎ। ওই দিন সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং ‘বস টু’ ছবির পোস্টার উন্মোচন করবেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে