সোমবার, ০৫ জুন, ২০১৭, ১১:৫৬:২৩

ক্ষেপে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ, তুফান সোশাল নেটওয়ার্কে

ক্ষেপে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ, তুফান সোশাল নেটওয়ার্কে

বিনোদন ডেস্ক: এমনিতে থাকেন কুল কুল। কিন্তু ক্ষেপলে শাহরুখের থেকে 'খতরনাক' আর হয়তো কেউ হয় না বলিউডে। তবে অবশ্য এই তালিকা থেকে বাদ সালমান খান! সে নয় অন্য কথা, তবে এবার কিং খান যা করলেন, তা নিয়ে তুফান উঠেছে গোটা সোশাল নেটওয়ার্কে!

সম্প্রতি শাহরুখ গিয়েছিলেন দুবাইয়ে। আর সেখানে গিয়েই হলো বিপত্তি। দুবাইয়ের এক টিভি শোয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। শোয়ের নাম রমিজ আন্ডারগ্রাউন্ড। আর সেই শো চলাকালীনই ক্ষেপে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ, সঞ্চালকতে মারতে গেলেন।

ঘটনাটি হলো, শোয়ে শাহরুখের সঙ্গে রসিকতা করতে গিয়েই ঘটল উলটে বিপদ। শাহরুখকে বসানো হলো একটা গাড়িতে। আর সেই গাড়িকে নিয়ে যাওয়া হলো এক চোরাবালির মধ্যে। যেই না গাড়িটা চোরাবালির মধ্যে গিয়ে ঢুকল, গাড়ির মধ্যে থাকা অন্যান্য অভিনেতারা তো কাদা থেকে বেরিয়ে এলেন, কিন্তু শাহরুখকে বেরতে বেশ কষ্ট করতে হলো। আর এই ঘটনাকেই খুব একটা ভালো চোখে দেখেননি শাহরুখ। চড়াও হলেন সঞ্চালকের ওপর। সঞ্চালককে মারতেও গেলেন শাহরুখ!-ইন্টারনেট
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে