বিনোদন ডেস্ক: এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী ফেরদৌস, অপু বিশ্বাস ও পরীমণি-কে। তাদের এই উপস্থিতি কোনো চলচ্চিত্রে নয়- একটি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবেই একসঙ্গে হাজির হচ্ছেন তিনজন।
জানা যায়, তানিয়া হোসাইনের উপস্থাপনায় ‘তারকার সাথে উৎসব’ অনুষ্ঠানে দেখা যাবে তাদের। গত ৩ জুন বিশেষ এ অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাতে নায়কের ভূমিকায় রয়েছেন শাকিব খান। বুলবুল বিশ্বাস পরিচালিত সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পাবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস