বিনোদন ডেস্ক: বাপ্পারাজ। চিত্রনায়ক ও নির্মাতা। নায়করাজ রাজ্জাকের এই ছেলে অভিনয়ে এখন অনিয়মিত হলেও নির্মাণে সরব আছেন। ঈদের পর শুরু করতে যাচ্ছেন নতুন ছবির কাজ। এখন ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। ব্যস্ততার ফাঁকে নানা কিছু নিয়ে লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গতকাল রোববার ফেসবুকে তিনি লিখেছেন—
‘ফেসবুক একটা পেইন। না দেখে, না বলে থাকতে পারি না। আবার অন্য কেউ কিছু বললে সইতেও পারি না !’
এমটিনিউজ২৪/টিটি/পিএস