সোমবার, ০৫ জুন, ২০১৭, ০২:০৪:২৭

প্রেমিকার ওপর বিরক্ত টাইগার শ্রফ

 প্রেমিকার ওপর বিরক্ত টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক: মিডিয়ার সামনে স্রেফ ভালো বন্ধু পরিচয় দিলেও টাইগার শ্রফ এবং দিশা পাটানি যে প্রেম করছেন, তা এখন সবার জানা। ‘বেফিকরে’ ছবির একটি গানের ভিডিওতে তাদের দু’জনের রসায়ন ভক্তরা দারুণ পছন্দ করেছে। তাদেরকে ‘পারফেক্ট কাপল’ও বলা হচ্ছে। কিন্তু বাস্তবে নাকি ‘পারফেক্ট’ না তাদের সম্পর্ক! দিশা একটু বেশিই জ্বালাতন করছেন টাইগারকে।

ইদানীং নাকি টাইগারের পছন্দ-অপছন্দ নিয়ে একটু বেশি নাক গলাচ্ছেন দিশা। বিষয়টি মোটেও মানতে পারছেন না টাইগার। মুম্বাই মিরর জানিয়েছে, টাইগার নাকি দিশাকে তার ব্যবহার শুধরাতে বলেছেন এবং টাইগারের ব্যাপারে নাক না গলিয়ে ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে বলেছেন।

টাইগার এখন ব্যস্ত আছেন ‘মুন্না মাইকেল’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে মাইকেল জ্যাকসনের ভক্ত একজন স্ট্রিট ড্যান্সারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ‘র‍্যাম্বো’ ছবির হিন্দি রিমেকেও থাকছেন তিনি। আরও থাকছেন ‘বাঘি টু’ ছবিতে। এদিকে ‘কুং ফু ইয়োগা’ ছবির পর দিশা এখনো কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি।-ইন্ডিয়া টুডে
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে