মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১০:৫৫:০৫

ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যেসব বলিউড তারকারা

ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যেসব বলিউড তারকারা

বিনোদন ডেস্ক:  ভালোবাসার জন্য তন্ন তন্ন করে ১০৮টি নীলপদ্ম খুঁজে আনার সৌভাগ্য সবার হয় না। তবে ভালোবাসার জন্য অনেকেই ধর্ম পরিবর্তন করেন। সাধারণ মানুষের ধর্মবদল নিয়ে তেমন সাড়াশব্দ না হলেও যদি কোনো তারকা ধর্ম বদলান সেটা সবাই জানে এবং তা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না।

বলিউডের মতো গ্ল্যামারাস জগতেও ধর্ম বদলানোর ঘটনা ঘটেছে অনেক। এঁদের মধ্যে বেশির ভাগই ভালোবাসা বা বিয়ের কারণে। তবে ব্যতিক্রমও আছে। অনেকেই শুধুমাত্র ধর্মবিশ্বাসের কারণেই ধর্ম বদলেছেন।

বলিউডের খুব চেনা মুখগুলোর ধর্ম বদলানোর কারণ বা গল্পটা জেনে নেওয়া যাক, ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যেসব বলিউড তারকারা:-

১. এ আর রহমান

বলিউডের সুরস্রষ্টা এ আর রহমান বা আল্লাহ রাখা রহমান। অথচ ২২ বছর বয়স পর্যন্ত এ আর রহমান ছিলেন হিন্দুধর্মের অনুসারী। তখন তাঁর নাম ছিল আর এস দিলীপ কুমার। অল্প বয়সে বাবাকে হারিয়ে অর্থনৈতিকভাবে দুরবস্থায় পড়েছিল রহমানের পরিবার। রহমানের বাবা ছিলেন হিন্দু এবং মা ছিলেন মুসলিম। তাঁর মা ছিলেন পীর করিমুল্লাহ শাহ কাদরীর অনুসারী।

১৯৮৪ সালে যখন রহমানের ছোট বোন খুব অসুস্থ হয়ে পড়ে তখন দিশেহারা হয়ে পড়েছিলেন এ আর রহমান। সাহায্যের জন্য তিনি পীর করিমুল্লাহ শাহ কাদরীর কাছে গিয়েছিলেন। এরপরই রহমানের মধ্যে পরিবর্তন আসে এবং ১৯৮৯ সালে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

২. ধর্মেন্দ্র এবং হেমা মালিনী

এখনো তাঁকে ‘ড্রিমগার্ল’ নামেই চেনে বলিউড। তাঁর প্রেমে পড়েছেন সমসাময়িক নায়করা। কিন্তু সঞ্জীব কুমার এবং জিতেন্দ্রর প্রস্তাব ফিরিয়ে দিয়ে হেমা প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্রর।

সে সময়ে ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না। হিন্দু ধর্মমতে, প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। ধর্মের এই নিয়ম থেকে মুক্তি পেতে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী দুজনই ১৯৭৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপরই তাঁরা বিয়ে করেন।

৩. শর্মিলা ঠাকুর

বঙ্গকন্যা শর্মিলা ঠাকুর নিজের সৌন্দর্য এবং অভিনয়দক্ষতা দিয়ে বলিউডে যে ঝড় তুলেছিলেন সেই ঝড় ক্রিকেটের ২২ গজেও পৌঁছে গিয়েছিল। তাই নিজের উইকেট বিসর্জন দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং ব্যাটসম্যান মনসুর আলী খান পতৌদি। পতৌদির এই নবাব ছিলেন মুসলিম, তাই বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন শর্মিলা ঠাকুর।  

৪. অমৃতা সিং

শর্মিলা ঠাকুরের পুত্রবধূ বলিউড অভিনেত্রী অমৃতা সিং। শিখ ধর্মের অনুসারী হলেও সাইফ আলী খানকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অমৃতা। যদিও বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ ঘটে সাইফ-অমৃতার।


৫. আয়শা তাকিয়া

কম ছবি করেও আলোচনায় ছিলেন অভিনেত্রী আয়শা তাকিয়া। তবে বিয়ের পর ঘর-সংসার নিয়েই বেশি ব্যস্ত তিনি। দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়শা। আর সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। আয়শা আর ফারহানের বিয়ে হয়েছিল পুরোপুরি ইসলামিক রীতিতে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে