মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১২:৫২:৪৯

বাহুবলি প্রশ্নে ক্ষেপে গেলেন শ্রীদেবী

 বাহুবলি প্রশ্নে ক্ষেপে গেলেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক: সিনেমার প্রমোশন নিয়ে শ্রীদেবী এতটাই ব্যস্ত যে বনি কাপুরের সঙ্গেও ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। আর তার মধ্যে ‘বাহুবলি’-তে কেন অভিনয় করলেন না, তা নিয়ে প্রশ্ন করলে তো তিনি ক্ষেপে যাবেনই।

ঘটনা হলো, বাহুবলিতে শিবগামী দেবীর জন্য পরিচালক নাকি প্রথমে শ্রীদেবীকে প্রপোজ করেছিলেন। কিন্তু, শিবগামী দেবীর চরিত্রে রাজি হননি শ্রীদেবী। এরপর বাকিটা ইতিহাস।

বাহুবলি ওয়ান এবং টু বিশেষ করে টু যেভাবে বলিউড কাঁপিয়ে ব্যবসা করছে, তাতে প্রভাস, রানা কিংবা পাশাপাশি শিবগামী দেবী অর্থাৎ রামিয়াকে নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে।

বাহুবলি টু-এর সাফল্যের পর শ্রীদেবী কেন শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর এ বিষয়ে শ্রীদেবীকে প্রশ্ন করা হলে, তিনি অসন্তুষ্ট হন।

বলেন, ‘সিনেমা তৈরি হয়ে গেছে। অন্য কেউ সেখানে অভিনয় করেছেন। ওই সিনেমার পার্ট টু-ও হয়ে গেছে। আর সেই সিনেমাও খুব ভাল চলছে। তাহলে সে বিষয়ে আর কী কথা বলব বলো।’
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে