মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০২:০৩:৪৩

প্রথম রোজা রাখতে কোনো কষ্ট হয়নি : নিপুণ

প্রথম রোজা রাখতে কোনো কষ্ট হয়নি : নিপুণ

বিনোদন ডেস্ক: মাহে রমজানে সকল মুসলমান চেষ্টা করেন রোজা পালনের। তারকারাও শুটিংসহ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চেষ্টা করেন রোজা রাখার। ছোটবেলায় প্রথম রোজা রাখা নিয়ে অনেক তারকার থাকে মধুর স্মৃতি। অভিনেত্রী নিপুণ জানালেন শৈশবে তার প্রথম রোজা পালনের মজার স্মৃতি।

নিপুণ বলেন, প্রথম কবে রোজা রাখি তার দিন তারিখ মনে নেই। তবে ছোটবেলায় বেশ আনন্দ নিয়েই রোজা পালন করতাম। প্রথম রোজা রাখা নিয়ে কোনো কষ্টের স্মৃতি নেই। এটা মনে আছে, প্রথম রোজা রাখতে কোনো কষ্ট হয়নি। বেশ আনন্দ নিয়েই সেহরি খেয়ে রোজা রেখেছিলাম। খেলাধুলা করতে করতে কখন দিন শেষ হয়ে যেত তা টেরই পেতাম না।

তিনি আরও বলেন, বন্ধুদের দেখেছি লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে বলতো রোজা রেখেছি। তবে এমনটি আমি কখনও করিনি। সেহরি খাওয়ার পর রোজা রাখতেই হবে, এ সূত্রেই বিশ্বাসী ছিলাম। এখন নিয়মিত রোজা রাখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত এ চেষ্টাটাই যেন করতে পারি, এটাই চাওয়া।

প্রায় তিন বছর পর ধূসর কুয়াশা নামের একটি ছবিতে কাজ করছেন নিপুণ। এ ছাড়া রাজধানীতে তার একটি বিউটি পার্লার আছে। সেটার দেখাশোনা করছেন তিনি। নিপুণ অভিনীত সর্বশেষ ছবি দুটি হচ্ছে অজ্ঞাতনামা, স্বর্গ থেকে নরগ।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে