মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৩:১৯:৩৬

শাহরুখ আমাকে বারবার ঋণী করে দেয়: সালমান

শাহরুখ আমাকে বারবার ঋণী করে দেয়: সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খান আর কিং খান খ্যাত তারকা শাহরুখ খান দুজনই একে অপরের বেশ ভালো বন্ধুু। সালমানের আসন্ন ছবি ‘টিউবলাইট’-এ অতিথি চরিত্রে অভিনয় করে আবারো নিজের বন্ধুত্বের প্রমাণ রাখলেন শাহরুখ। শাহরুখের এই সিনেমায় অভিনয় করার ব্যাপারে সালমান বেজায় খুশি।

এ প্রসঙ্গে সালমান খান বলেন, ‘শাহরুখ আমার সিনেমায় কাজ করায় আমি বেশ আনন্দিত। এই সিনেমায় তার উপস্থিতি সিনেমার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিবে। শাহরুখ আমাকে বারবার ঋণী করে দেয়।’

১৯৬২ সালে সংগঠিত ভারত-চীন যুদ্ধের ওপর নির্মিত হচ্ছে টিউবলাইট। ছবিটি পরিচালনা করেছেন কবির খান। এই চলচ্চিত্রের প্রযোজক হলেন সালমান খান এবং তার মা সালমা খান। এখানে সালমান খান একজন ভারতীয় মানুষের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেল খান, চীনের অভিনেত্রী জু জু, ওম পুরি এবং মাটিন রে টাঙ্গু।

গবেষকদের মতে, সালমানের ‘টিউবলাইট’ সারা বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা কামাবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে