মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৭:২০:১১

জিতের বস-টু নীতি বহির্ভূত: প্রিভিউ কমিটি

জিতের বস-টু নীতি বহির্ভূত: প্রিভিউ কমিটি

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ থেকে সেন্সর প্রিভিউ কমিটিকে সম্প্রতি একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে উল্লেখ- যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে ‘নবাব’ ও ‘বস-টু’ নির্মাণ হয়েছে কিনা, সেটা সঠিকভাবে খতিয়ে দেখতে।

চিঠির এ অনুরোধে কাজে নেমে পড়েছে চলচ্চিত্র প্রিভিউ কমিটি। আর তাতে অসামঞ্জস্যতা এসেছে ‘বস-টু’তে। অন্যদিকে ‘নবাব’ ছবিটি এখনও প্রিভিউ কমিটিতে জমা পড়েনি।

মঙ্গলবার এ বিষয়টি নিয়ে কথা বললেন সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দীন দিলু। তিনি বলেন, ‘আজ সকালে আমরা ‘বস-টু’ ছবিটি দেখেছি। এতে যৌথ প্রযোজনার নীতি বহির্ভূত কিছু বিষয় রয়েছে। তারা পঞ্চাশ শতাংশ শিল্পী ভারসাম্য রাখেননি। বাংলাদেশি শিল্পী কম আছে। আমরা আমাদের পর্যবেক্ষণ তথ্য মন্ত্রণালয়কে জানাব। তারা সিদ্ধান্ত নেবেন।’

এদিকে বিষয়টি নিয়ে কথা বলে ছবি দুটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, ‌‘শিল্পীর সমতা আছে। উনারা হয়তো কিছু শিল্পীকে চিনতে পারেননি! এরমধ্যে শাহেদ আলীসহ কয়েকজন দেশীয় শিল্পী আছেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলব। ঈদে ছবি দুটি মুক্তির বিষয়ে আমরা আশাবাদী।’

‘বস-টু’ ছবিতে অভিনয় করেছেন মূলত জিৎ, নুসতার ফারিয়া ও শুভশ্রী। এছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান প্রমুখ। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে