বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৯:৩৩:১২

আলিয়াকে সরিয়ে সালমানকে কাছে টেনে নিলেন ক্যাটরিনা

আলিয়াকে সরিয়ে সালমানকে কাছে টেনে নিলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: আইফার প্রেস মিট হচ্ছিল। আর সেখানে একই মঞ্চে উপস্থিত ছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।
আইফার ওই অনুষ্ঠানে ক্যাটরিনা সালমানকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন। সালমানকে ক্যামেরার দিকে ঘুরিয়ে দেন ক্যাটরিনা। শুধু তাই নয়, আলিয়াকে যেন সালমানের কাছ থেকে একটু সরিয়েই দেন বলিউডের ‘বারবি ডল।

ক্যাটরিনা যখন প্রকাশ্যে ওই কীর্তি করেন, তা কিন্তু সংবাদমাধ্যমের চোখ এড়ায়নি। শুধু তাই নয়, ক্যাটের ওই কীর্তিতে বেশ কিছুটা অপ্রস্তুতও হয়ে যান আলিয়া।   

কিন্তু, হাসি মুখে বেশ সুন্দরভাবে বিষয়টিকে হ্যান্ডেল করেন ‘উড়তা পাঞ্জাব’ অভিনেত্রী। কিন্তু, প্রশ্ন হলো, এখনও যখন লুলিয়া ভানটুরকেই সালমানের ‘বিশেষ বান্ধবী’ বলেই জানা যাচ্ছে, তখন ক্যাটরিনা এমন ‘অধিকার’ কতটা ভালোভাবে নেবেন রোমানিয়ান মডেল?
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে