বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৪:৩৫:৩৭

পদবি খান হওয়ায় এই বলিউড অভিনেত্রীর কপালে যা জুটলো

পদবি খান হওয়ায় এই বলিউড অভিনেত্রীর কপালে যা জুটলো

বিনোদন ডেস্ক : পদবি খান। তাহলেই কি পাকিস্তানি বলে ধরে নেওয়া হবে? সালমান-শাহরুখ-আমির খানের পদবি দেখেই কি তারা কোন দেশের তা বিচার করা হবে? এখনও পর্যন্ত তাদের সেই পরিস্থিতিতে পড়তে হয়নি ঠিকই। কিন্তু পড়তে হল অভিনেত্রী গওহর খানকে।

ছোটপর্দা তথা বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে জুড়ে দেওয়া হল ‘পাকিস্তানি’ তকমা। কেন? কেউ জানে না। হয়তো তার পদবি দেখেই এই ধারণায় পৌঁছেছেন কিছু নেটিজেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি স্টাইলিশ ছবি পোস্ট করেছেন রিয়ালিটি শো ‘বিগ বস’-এর প্রাক্তন বিজয়ী গওহর। যেখানে একটি সাদা টপের উপর ডিজাইনার জ্যাকেট পরে রয়েছেন তিনি। নিচে ডেনিম জিনস।

‘কাপরাপন’-কে সেই জ্যাকেটটি তৈরির জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, গওহর কথার অর্থ পার্ল বা মুক্ত। আর তাই জ্যাকেটটি দারুণ পছন্দ হয়েছে তার। কিন্তু গওহরের ফ্যাশনের ছবির মোড় ঘুরে গিয়ে তাতে অদ্ভুতভাবে ঢুকে পড়েছে নাগরিকত্বের বিষয়। অভিনেত্রীকে এই পোশাকে কেমন দেখতে লাগছে, সেসব কথা তো দূর অস্ত, কোথা থেকে এই নেটিজেন টেনে এনেছেন ভারত-পাক ম্যাচের প্রসঙ্গ।

গওহরকে ‘পাকিস্তানি’ হিসেবে ধরে নিয়ে একজন তার ছবিতে কমেন্ট করেছেন, “আফশোস যে আপনার দল আবার ম্যাচ হেরে গেল। কোনও ব্যাপার নয়। পরের বার ফের সুযোগ আসবে।” ফলোয়ারের এমন মন্তব্যে বেশ অবাক হয়েছেন গওহর নিজেও। কড়া ভাষায় তাকে জবাব দিতেও রেয়াত করেননি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে