বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ১০:০৪:১৭

বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ : রাইয়ান

বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ : রাইয়ান

বিনোদন ডেস্ক: ড্যাশিং হিরো খ্যাত সোহেল রানা পুত্র ইউল রাইয়ান। 'অদৃশ্য শত্রু' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। এ অভিনেতার নতুন ছবি 'রাইয়ান'র অফিশিয়াল ট্রেইলার প্রকাশ হয়েছে ইউটিউবে।

ট্রেইলারের শুরুতেই দেখা যায় সোহেল রানাকে। ভরাট গলায় ডায়লগ আওয়াচ্ছেন তিনি। অন্যদিকে তুলকালাম গোলাগুলির সঙ্গে রাইয়ানের আগমন। ট্রেইলার দেখে ধারণা করা হচ্ছে ভিন্ন আঙ্গিকের ছবি নিয়েই হাজির হচ্ছেন পিতা-পুত্র।

ছবির গল্পটি একজন কঠোর পরিশ্রমী নতুন চলচ্চিত্র লেখককে নিয়ে। যে তার সফলতার জন্য সংগ্রাম করে চলেছেন। তার ভাগ্যক্রমে একজন স্বনামধন্য পরিচালকের সঙ্গে দেখা হয়। কিন্তু সেই দেখাটি তার পরিকল্পনা মতো হয় না। এক পর্যায়ে ওই একই দিনে তার একজন মেয়ের সঙ্গেও পরিচয় হয়। মেয়েটির সঙ্গে পরিচয়ের এক সময় সে মেয়েটির এক রহস্যময়ী অতীতের আভাস পায়। কি আছে সেই অতীতে?

অন্যদিকে লেখকের নিজস্ব কিছু পারিবারিক কলহ রয়েছে। যা সামাল দিতে তিনি রীতিমত হিমশীম। লেখকের নিজস্ব সংগ্রাম ও রহস্যময়ী মেয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি।  

পরিচালনা করেছেন মাশরুর পারভেজ (ইউল রাইয়ান)।

ইউল রাইয়ান বলেন, প্রথম ছবিতে আমার চরিত্রটি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। সবাইকে একটা কথাই বলবো ছবিটি দেখে আপনারা নতুন কিছু পাবেন। সেই প্রচেষ্টাই করেছি।   

বাবার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, বাবাকে নতুন করে মূল্যায়ন করার কিছু নেই। বাবা তো বাবাই। তার কথা আমার চেয়ে দর্শকরাই ভালো বলতে পারবেন। বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। অনেক সহযোগিতা পেয়েছি তার কাছে থেকে।  

ইউল রাইয়ান ছাড়াও অভিনয় নাজিয়া হক অর্ষা, সোহেল রানা, ফারুক আহমেদ। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মাশরুর পারভেজ। প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ।

আসছে ১৪ জুলাই ছবিটি মুক্তি দেয়া হবে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন নির্মাতা।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে