শুক্রবার, ০৯ জুন, ২০১৭, ০৪:২০:১৩

শাহরুখ -সালমানকে পেছনে ফেলা একমাত্র খান

শাহরুখ -সালমানকে পেছনে ফেলা একমাত্র খান

বিনোদন ডেস্ক: শুধু চরিত্রের চামড়ার মধ্যে ঢুকে পড়াটা কোনওদিন যথেষ্ট ছিল না বলিউড অভিনেতা আমির খানের কাছে। বর্তমান সময়ে তিনি বলিউডের একমাত্র খান, যিনি শাহরুখ আর সালমানকে পেছনে ফেলে দিয়েছেন বাহুবলীর সঙ্গে দৌড়ে! একমাত্র ‘দঙ্গল’-ই ছুঁয়েছে হাজার কোটির ক্লাব।
 
এবার নতুন উদ্যমে তিনি শুরু করলেন ভারতীয় নভ:চর রাকেশ শর্মার জীবনী পড়া। পরবর্তী ছবি যে রাকেশ শর্মার জীবনী নিয়েই! বায়েপিকে নামভূমিকায় অভিনয় করবেন আমির খান। ছবির নাম ‘সারে জাঁহা সে আচ্ছা’। রাকেশের এই বায়োপিক পরিচালনা করছেন মশেশ মাথাই। বিশেষ চরিত্রে দেখা যাবে ফতিমা সানা শেখকেও।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে