শুক্রবার, ০৯ জুন, ২০১৭, ০৭:৪৫:১৬

মিমির পর শুভশ্রীকে ছাড়লেন রাজ

মিমির পর শুভশ্রীকে ছাড়লেন রাজ

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল টালিগঞ্জের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রীর ব্রেকআপ হয়ে গেছে। তবে এ নিয়ে মিডিয়ার সামনে কেউই মুখ খোলেননি।

কিন্তু এবার এ বিষয়ে মুখ খুললেন পরিচালক। পরিষ্কার জানিয়ে দিলেন শুভশ্রীর সঙ্গে আর কোনো প্রেমের সম্পর্ক নেই। যা ছিল তা এখন শুধুই অতীত।

কলকাতার দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক রাজ চক্রবর্তী একথা জানান।

শুভশ্রীর সঙ্গে সম্পর্ক কি এখন আছে? নাকি আগেও ছিল না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুভশ্রীর সঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু সেটা নিয়ে ঢাক-ঢোল পেটাতে চাইনি। লুকিয়ে প্রেম করার মধ্যেই মজা। তবে এই মুহূর্তে আমি সিঙ্গেল।’

ব্রেকআপের কারণ হিসেবে তিনি বলেন, শুভশ্রী খুব ভালো মেয়ে। কিন্তু আমাদের কিছু সমস্যা হচ্ছিল। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে প়ড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তার পর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হল, আমি আর বিষয়টা ব্যালান্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দু’জনেরই হল। তাছাড়া ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক।

তিনি বলেন, শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই মানে, ওর প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে তা তো নয়। সে আমার একজন ভালো বন্ধু হিসেবে থাকবে।

এরআগেও রাজ টালিগঞ্জের নায়িকা মিমির সঙ্গে ৪ বছর প্রেমের পর ব্রেকআপ করেন।

এজন্য অনেকে তাকে বলে থাকেন ‘রাজ প্রেম করবে কিন্তু কাউকে বিয়ে করবে না’।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে