বিনোদন ডেস্ক: ক্যামেরা থেকে মেয়ে আদিরাকে আর লুকিয়ে রাখতে পারলেন না রানি মুখার্জি। জন্মের পর মেয়ের ছবি সামনে আনতে চাননি তিনি।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয় আদিরার একটি ভুয়ো ছবি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু, এবারে সত্যি সত্যি দেখা গেল বছর দেড়েকের আদিরাকে। গত বুধবার মুম্বাই এয়ারপোর্টে মায়ের সঙ্গে দেখা যায় তাকে। রানির ভক্তদের ইনস্টাগ্রাম পেজে সেই ছবি শেয়ার করা হয়েছে।
গোলাপি রঙের জামায় মিষ্টি দেখাচ্ছিল আদিরাকে। দিদার কোলে ছিল সে। অন্যদিকে রানির পরনে ছিল ডার্ক ব্লু রঙের পোশাক। শোনা যাচ্ছে, দুবাইয়ে মা-মেয়েকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে গেছেন রানি।
২০১৪ সালে মারদানি ছবিতে শেষবার দেখা যায় রানিকে। সম্প্রতি হিচকি ছবিতে কাজ করেছেন তিনি। সিদ্ধার্থ পি মলহোত্রা পরিচালিত ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস