বিনোদন ডেস্ক: জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা তিনি। রুস্তম করে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। তিনি অক্ষয় কুমার। বলিউডে যিনি খান-দের ঘর ভেঙে দিয়েছেন। যিনি বছরে সবাইকে পিছনে ফেলে দিয়ে ৩,৪ টা করে সিনেমা করেন। আর এবার সেই অভিনেতাকেই সিনেমা থেকে বাদ দিলেন পরিচালক কবীর খান।
আমি ২৩ জুন মুক্তি পাবে সলমন খান অভিনীত টিউবলাইট। আর ওই সিনেমায় সলমনের বিপরীতে অক্ষয় কুমারেরই অভিনয় করার কথা ছিল। কিন্তু, পরিচালকের পছন্দের তালিকায় অক্ষয় কুমার থাকলেও, সল্লু মিঞার পছন্দ ছিলেন ভাই সোহেল খান। আর সেই কারণেই শেষ পর্যন্ত অক্ষয়কে বাদ দিয়ে সলমনের ভাই-এর ভূমিকায় সোহেলকে নেওয়া হয়। আর এবার ওই সিনেমায় সালমান-সোহেলের অফস্ক্রিন কেমিস্ট্রিই দেখা যাবে বলে আশা করছেন দর্শকরা।
সম্প্রতি দশ কা দম নামে একটি চ্যানেলের রিয়েলিটি শো-এর হোস্ট হিসেবে সালমান না অক্ষয় থাকবেন, তা নিয়ে বেশ জল্পনা ছড়ায়। শোনা যাচ্ছে, বিগ বস-এর সিজন শুরু হওয়ার জন্য ওই শো-এর হোস্ট হিসেবে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। আর সেখানে অক্ষয়ের সঙ্গে এবার জুটি বাঁধতে পারেন তাঁর প্রাক্তন প্রেমিকা রবিনা ট্যান্ডনও।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস