বিনোদন ডেস্ক: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ২৭ জুন মস্কো যাচ্ছেন এই দম্পতি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। এই ছবিতে অভিনয় করেছেন তিশা।
শনিবার সকালে মোস্তফা সরয়ার ফারুকী জানান, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা অংশ নিচ্ছেন, এটা চূড়ান্ত। তবে তার আগে আরও একটি উৎসবে অংশ নেওয়ার কথা আছে তাদের। তবে তা আগমীকাল রোববার আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানাবেন। এদিকে তিশা শনিবার শুটিং করছেন ধামরাইয়ে। সেখান থেকে তিনি জানান, মস্কো যাচ্ছেন, এ কারণে ঈদের কাজগুলো দ্রুত শেষ করছেন।
বাংলাদেশ কিংবা ভারত, কোথাও এখনো মুক্তি পায়নি ‘ডুব’। তার আগেই ছবিটি রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। গত ২ জুন ফারুকী জানিয়েছেন, ছবিটি উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।
এই বিভাগে বাংলাদেশসহ রাশিয়া, জার্মানি, কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ডেনমার্ক ও চীনের ১১টি ছবি নির্বাচিত হয়েছে। ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২২ জুন। চলবে ২৯ জুন পর্যন্ত।
ফারুকী জানান, ‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।
এমটিনিউজ২৪/এম.জে