শনিবার, ১০ জুন, ২০১৭, ০১:৩০:৪৫

বিবাদ মিটিয়ে বন্ধুত্ব করেছেন রণবীর ও ক্যাটরিনা

বিবাদ মিটিয়ে বন্ধুত্ব করেছেন রণবীর ও ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: প্রেমের সম্পর্ক ভেঙে গেছে অনেক আগেই। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। হঠাৎ কী হলো রণবীরের? ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি!

রণবীর কাপুর বলেছেন, ক্যাটরিনা নাকি সুপার হিট তৈরির মেশিন। ভবিষ্যতে রণবীর যদি কখনো ছবি প্রযোজনা করেন, তাহলে নাকি শুধু ক্যাটরিনার জন্যই একটি ছবি নির্মাণ করবেন।

গতকাল শুক্রবার রনবীর ও ক্যাটরিনা অভিনীত ‘জাগগা জাসুস’ ছবির গান প্রকাশনার অনুষ্ঠানে বলেন রণবীর। এ সময় পাশেই বসে ছিলেন ক্যাটরিনা। হাসছিলেন তিনি। রণবীরকে মিষ্টি হাসি উপহার দিয়ে বললেন, ‘অনেক ধন্যবাদ।’ অনুষ্ঠানে আরও ছিলেন ছবির পরিচালক অনুরাগ বসু।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিচ্ছেদের পরে ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। দুজনের স্বভাবের অমিল এবং কাপুর পরিবারের আপত্তির কারণে ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপর একে অপরকে পুরোপুরি এড়িয়ে চলছিলেন তারা। শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জাগগা জাসুস’ ছবির প্রচারণার জন্য নিজেদের বিবাদ মিটিয়ে ফেলে বন্ধুত্ব করেছেন রণবীর ও ক্যাটরিনা।-মিড-ডে
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে