শনিবার, ১০ জুন, ২০১৭, ০২:১৯:১৩

দীপিকাকে নিয়ে ট্রলের ঝড় সোশাল মিডিয়ায়, বাঁচতে ক্যাটের পরামর্শ

দীপিকাকে নিয়ে ট্রলের ঝড় সোশাল মিডিয়ায়, বাঁচতে ক্যাটের পরামর্শ

বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন ভারতীয় তারকা দীপিকা পাড়ুকোন আর ফাতিমা সানা। তাদের পোশাক পছন্দের বিষয়টি নিয়ে ট্রল করা হচ্ছে ফেসবুকসহ অন্যান্য সোশাল প্লাটফর্মে।

দুই তারকাকে নিয়ে বেশ দৃষ্টিকটু ভাবেই ট্রল বানানো হচ্ছে। এখন এই সব ট্রল থেকে বাঁচার উপায় কী তাদের? পরামর্শ নিয়ে এগিয়ে আসলেন আরেক তারকা ক্যাটরিনা কায়েফ। তার কথা হলো, এই ট্রলগুলো কোনভাবেই ফিড দেখার দরকার নেই।  

এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন দীপিকা। সেখানে তিনি যে পোশাক পরেছেন তা নাকি খুব বেশি 'অভদ্র' ও 'কুরুচিপূর্ণ'। অন্যদিকে, রমজান মাকে ফাতিমা সানা শাইখ সুইম স্যুট পরার কারণে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন। সবাই তাদের নিয়ে ট্রল করছেন।  

ফেসবুক আর ইন্সটাগ্রামে যোগ দিয়েছেন ক্যাট। বলেন, সোশাল মিডিয়া থেকে আমি ইতিবাচক জিনিসগুলোই গ্রহণ করি। নেতিবাচকগুলো এড়িয়ে চলতে হয়। এক সময় আপনি খুব প্রশংসা আর সাধুবাদ পাবেন। আরেক সময় খারাপ কিছু মিলবে।  

ক্যাটের মতে, এখন দীপিকা আর ফাতিমার বাজে ট্রলগুলো এড়িয়ে যাওয়াই ভালো। এগুলো ফিড থেকে দেখারই দরকার নেই। দেখলেই মন খারাপ হয়ে যাবে। এমন কি ভক্তদের কাছ থেকেও যে সব সময় ভালো কিছু মিলবে এমন কোনো কথা নেই।-এনডিটিভি
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে