শনিবার, ১০ জুন, ২০১৭, ০২:৩৩:৫৪

'দঙ্গল' দেখেছেন চীনা প্রেসিডেন্ট

'দঙ্গল' দেখেছেন চীনা প্রেসিডেন্ট

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান অভিনীত 'দঙ্গল' ছবিটি 'শুয়াইজিও বাবা' নামে গত ৫ মে চীনে মুক্তি পায়। এখনো চীনে রমরমিয়ে ব্যবসা করে চলেছে ছবিটি। চীনের সব শ্রেণিপেশার মানুষ যে ছবিটি আগ্রহের সঙ্গে দেখছে সেটা বলাই বাহুল্য।  

তবে অবাক করা তথ্য হচ্ছে, চীনা প্রেসিডেন্টও শি জিনপিংও শত ব্যস্ততার মাঝে সময় বের করে আমির খানের ছবিটি দেখেছেন।  

গতকাল শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সময় চীনা প্রেসিডেন্ট মোদিকে বলেন, তিনি 'দঙ্গল' ছবিটি দেখেছেন এবং এটি তার বেশ ভালো লেগেছে।-ইন্ডিয়া টুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে