রবিবার, ১১ জুন, ২০১৭, ১২:০২:৫৩

শাহরুখের কাছে টাকা পান রণবীর, অস্বীকার কিং খানের!

শাহরুখের কাছে টাকা পান রণবীর, অস্বীকার কিং খানের!

বিনোদন ডেস্ক: বলিউড কিং শাহরুখ খানের কাছে নিজের পাওনা পাঁচ হাজার টাকা নগদ দাবি করে বসলেন রণবীর কাপুর। কিন্তু তার সে দাবিকে স্রেফ উড়িয়ে দিলেন শাহরুখ।

শাহরুখ খান-আনুশকা শর্মা জুটির নতুন ছবি 'যাব হ্যারি মেট সেজাল'-ছবির নাম আগেই ঘোষণা হয়েছে। রণবীরের দাবি, এই ছবির নাম নাকি তিনিই দিয়েছেন। মুম্বাইতে রণবীরের পরের ছবি ‘জগ্গা জসুস’-এর দ্বিতীয় গানের মুক্তি উপলক্ষে এই রহস্য ফাঁস করেন তিনি। রণবীর বলেন, "যাব হ্যারি মেট সেজাল"- নামটা আমি সাজেস্ট করেছিলাম। আমি এখনই মান্নাতে গিয়ে শাহরুখের থেকে পাঁচ হাজার টাকা নেব। কারণ টাইটেলটা আমার। "

রণবীর আরও জানিয়েছেন, "বেশ কয়েক মাস আগে মেহবুব স্টুডিওয় তার ছবির শুটিং চলছিল। সেখানেই অন্য ফ্লোরে শুট করছিলেন শাহরুখ ও ইমতিয়াজ আলি। তাদের সঙ্গে দেখা করতে গিয়ে নাকি এই নামের কথা বলেন রণবীর। তখন সবাই হেসে বলেছিল, বাজে টাইটেল। আর এখন ছবির পোস্টারে তার রাখা নাম দেখে তিনি খুব খুশি। "

তবে এই দাবি সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেছেন খোদ শাহরুখ খান। তিনি টুইট করেন, ‘রণবীর এই দাবি করলেও "যাব হ্যারি মেট সেজাল"-এর নাম সে কখনও দেয়নি। ফলে পাঁচ হাজার টাকাটাও ও পাবে না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে