রবিবার, ১১ জুন, ২০১৭, ০১:০২:৩৭

পর্দাকাঁপানো ‘ছুটির ঘণ্টা’র সেই খোকন এখন যেমন আছে

পর্দাকাঁপানো ‘ছুটির ঘণ্টা’র সেই খোকন এখন যেমন আছে

বিনোদন ডেস্ক: ‘ছুটির ঘণ্টা’ ছবির কথা কি মনে আছে? স্কুলের বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকনকে আজও ভুলতে পারেননি সিনেমাপ্রেমীরা। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকের মনে এখনো দাগ কাটে।

সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করলো বিশেষ অনুষ্ঠান ‘সেদিনের তারকা’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।

অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘একসময়ের পর্দাকাঁপানো মানুষগুলোকে আবার পর্দায় আনতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

অনুষ্ঠানে মাস্টার সুমন তার অভিনয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেছেন বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে। মাসউদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ‘সেদিনের তারকা’ প্রযোজনা করেছেন আজগর আলী। আর এটি প্রচার হবে বিটিভির বিশেষ ঈদ-অনুষ্ঠানমালায়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে