রবিবার, ১১ জুন, ২০১৭, ০৩:০৭:৩১

যে কারণে ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় শাহরুখ খান

যে কারণে ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক: শাহরুখ খান তার ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন।  আর তার কারণ হলো, আরিয়ান খেলতে গিয়ে ভীষণ চোট পেয়েছেন। সেই চোটের জন্য অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরিয়ান ফুটবল খুব ভালোবাসে। সুযোগ পেলেই স্কুলে ফুটবল খেলে সে। কিন্তু সম্প্রতি স্কুলে ফুটবল খেলতে গিয়ে নাকে ভীষণ চোট পেয়েছে আরিয়ান। তাৎক্ষণিক ভাবেই মেডিকেল সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু চোট গুরুতর বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন নাকের হাড়ে অস্ত্রোপচার করতে হবে।

ছেলের অসুস্থতার খবর শোনার সাথে সাথেই আইফা অ্যাওয়ার্ডে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করে শাহরুখ ও গৌরী ছেলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ছেলের বিপদে পাশে থেকে সাহস যোগাতে চান দায়িত্ববান বাবা শাহরুখ। -টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে