রবিবার, ১১ জুন, ২০১৭, ১১:২২:১৪

ইস্তানবুলে ছিনতাইয়ের শিকার ভারতীয় অভিনেত্রী

ইস্তানবুলে ছিনতাইয়ের শিকার ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে অভিনেত্রীর ব্যাগ ছিনতাই করল এক ট্যাক্সি চালক। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘‌ভাবি জী ঘর পর হ্যায়’‌–এর অভিনেত্রী সৌম্য ট্যান্ডন গত সপ্তাহেই স্বামী সৌরভ দেবেন্দ্রর সঙ্গে ছুটি কাটাতে তুরস্ক যান। সেখানে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন তিনি।

ছিনতাইয়ের পর তিনি তার টুইটারে টুইট করে বলেন, ‘‌আমি ঠিকঠাক আছি। ট্যাক্সি চালক আমার ব্যাগ থেকে ৮০০ ইউরো (‌৫৭,৬৭২ টাকা)‌ ছিনিয়ে নেয়, যা আমাকে খুবই বিব্রত করেছে। কিন্তু এই ঘটনা থেকে আমি আরও সতর্ক হওয়ার শিক্ষা নিয়েছি। আমার কাছে কোনও রশিদ না থাকার জন্য পুলিশ আমায় সাহায্য করতে পারেনি। ট্যাক্সির নম্বরও আমি দিতে পারিনি। আমি সব পর্যটকদের উদ্দেশ্যে বলব ট্যাক্সিতে ওঠার আগে অবশ্যই নিজের নিরাপত্তার জন্য রশিদ নিয়ে রাখবেন।’‌

সৌম্য জানান, সব খারাপ ঘটনার পেছনে কোনও ভালো দিকও থাকে। তিনি এখন ট্রামে যাতাযাত করছেন। তিনি ইস্তানবুলের কার্ড বানিয়ে নিয়েছেন। সৌম্য মনে করেন, ইস্তানবুলে এসে বাস–ট্রামে চড়া অনেক বেশি নিরাপদ এবং মজার। অভিনেত্রী বলেন, ‘‌ট্রামে করে ঘুরে আমি শহরটাকে বেশি করে জানতে পারছি। শনিবার ট্রামে আমার সঙ্গে একদল ভারতীয় বংশোদ্ভুতদের পরিচয় হল যারা আমার সিরিয়ালের খুব বড় ভক্ত। তারা আমার সঙ্গে হিন্দিতে কথা বলল এবং আমার সঙ্গে ফটোও তুলল।’‌

সৌম্যকে টেলিভিশনে প্রথম দেখা যায় ‘‌অ্যায়সা দেশ হ্যায় মেরা’‌ সিরিয়ালে। এরপর তাকে কারিনা–শাহিদ কাপুর অভিনীত ‘‌জব উই মেট’‌–এও কারিনার দিদির ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু রিয়্যালিটি শো–তে অ্যাঙ্কারিংও করেছেন সৌম্য। সম্প্রতি তিনি ব্যস্ত ‘‌ভাবিজি ঘর পর হ্যায়’‌ সিরিয়ালের শুটিং নিয়ে।  

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে