বুধবার, ১৪ জুন, ২০১৭, ০২:১৩:৪৭

‘ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম’

 ‘ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম’

বিনোদন ডেস্ক: মাঝের কয়েকটা বছর অশ্লীলতায় ছেঁয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র। তবে সেটা থেকে ঢাকাই চলচ্চিত্র বেরিয়ে এসেছে বলে দাবি করা হয়। কিন্তু সেটা আদৌও কি পুরোপুরি সম্ভব হয়েছে? আর যদি সেটা হতো তাহলে কি নায়ক অনায়াসে নায়িকার শরীর নিয়ে মন্তব্য করতেন!

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমা ‘অহংকার’ এর ট্রেলার। সেখানেই এমন মন্তব্য করেছে নায়িকা বুবলি ও নায়ক শাকিব খান।  

এক মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেলারে বুবলির মুখ থেকে শোনা যায়,  ‘ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম’।  

ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পাওয়া ‘অহংকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। সিনেমায় গান গেয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, ইমরান, মিমি ও লেমিস। আরো অভিনয় করেছেন আফজাল শরীফ, সাদেক বাচ্চু, নাদিম, প্রয়াত মিজু আহমেদ, আবুল হায়াত প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে