মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৬:১১:৪৫

জয়ার রাজকাহিনী চলবে পুরো ভারতজুড়ে

জয়ার রাজকাহিনী চলবে পুরো ভারতজুড়ে

বিনোদন ডেস্ক : দেশভাগের পটভূমি নিয়ে তৈরি ছবি এবার পুরো ভারতজুড়েই। বাংলার সীমা পেরিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ মুক্তি পেতে চলেছে সারা ভারতে। ৬ নভেম্বর থেকেই ভারতের সিনেপ্রেমীরা দেখতে পাবেন এ ছবি৷ দেশভাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা পেরিয়ে গিয়েছে ছয় দশক। আজ দেশভাগ অনেকটাই ফিকে স্মৃতি। ইতিহাসের দলিল দস্তাবেজ, বইপত্র, সেমিনারের কাগজ আর কিছু প্রৌঢ়ের স্মৃতিচারণা ছাড়া, দেশভাগ আর এই শপিং মলের কবজায় থাকা প্রজন্মকে স্পর্শ করে না। ঠিক এখানেই একটা ঘা দিতে চেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। দেশভাগের ট্র্যাজেডিকে তিনি তুলে এনেছেন ওয়াইফাই যুগে। পাশাপাশি এ ছবির নারীর নিজস্ব কথাও বলে। বলে ইতিহাসের অনুল্লেখের কথা। কেননা এখানে লড়াই লড়েছেন কিছু প্রান্তিক রমণী। র‍্যাডক্লিফ লাইনের রুখে দিতে অগ্নিকুণ্ডে প্রবেশ করেছেন এমন কয়েকজন রমণী, যাঁদের কথা ইতিহাস তো দূরের কথা, শিক্ষিত নাগরিক সমাজও তেমন করে স্বীকার করতে চায় না। এক হিসেবে এ তাই প্রান্তিকেরই কথা। দেশভাগ এই সময়ে যেমন প্রান্তিকতায় আক্রান্ত, তেমনই প্রান্তিক রমণীদের লড়াইয়ের নাটকে তা ফিরিয়ে এনে ইতিহাসের বালিঘড়িকেই যেন উলটে দিয়েছেন পরিচালক। এ ছবি এবার মুক্তি পাবে পুরো ভারতে। দেশবাসী দেখতে পাবেন দেশভাগের এই জ্বলন্ত অথচ লুকিয়ে থাকা সত্যিকে। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে